EU referendum: ট্রেডারদের জন্য সতর্কবার্তা

আগামিকাল ২৩ জুন বৃহস্পতিবার ব্রিটেনের ইউরোজোন থেকে বেড়িয়ে আসার বহুল প্রতীক্ষিত ভোট অনুষ্ঠিত হবে । কি হতে যাচ্ছে কেউ জানেনা।  ট্রেডাররা ভুগছেন অনিশ্চয়তায়।  এখন আগামিকালের ভোটের ওপরই নির্ভর করছে সবকিছু।download

ভোটে ব্রিটেন ইউরোজোন ত্যাগের সিদ্ধান্ত নিলে তাতে ব্রিটেনের ওপর ভয়ংকর প্রভাব পড়বে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। GBP/USD ১.৩৮ এও নেমে আসতে পারে বলে ধারনা করছেন অনেকে। তবে এতে যে শুধু পাউন্ড ক্ষতিগ্রস্থ হবে তা নয়, প্রভাব পড়বে ইউরোর ওপরও। ব্রেক্সিট হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে GBP/USD এবং GBP/JPY পেয়ারে। এছাড়াও EUR/JPY এবং EUR/USD এর ওপরও তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে বলেই আশংকা করছেন বিশ্লেষকরা।

এ অবস্থায় আনপ্রেডিক্টেবল মুভমেন্টের আশংকায় বেশিরভাগ ট্রেডার এই সপ্তাহে ট্রেডিং বন্ধ রেখেছেন। এছাড়াও ভোটের সময় বড় ধরনের হঠাৎ মুভমেন্ট থেকে ট্রেডারদের রক্ষা করার জন্য বেশিরভাগ ব্রোকারই এই সময়ে তাদের মার্জিন রিকোয়ারমেন্ট বৃদ্ধি এবং লিভারেজ কমিয়ে ২৫:১ করেছে। অনেক ব্রোকার এসএমএস পাঠিয়ে ট্রেডারদের সতর্ক করছে।

যাই হোক, ট্রেডারদের জন্য সতর্ক বার্তা হচ্ছে,  আগামীকাল ২৩ তারিখ মার্কেটে অসাভাবিক হতে পারে, যেমন: স্লিপেজ, প্রাইস গ্যাপ, স্পেড বেড়ে যাওয়া ইত্যাদি। এসময় আপনার ট্রেডে SL/TP দেয়া খাকলেও স্লিপেজ/প্রাইস গ্যাপের কারনে তা ভিন্ন প্রাইসে ক্লোজ হতে পারে। এতে আপনি অনেক বেশি লসের শিকার হতে পারেন। হেজ করা একাউন্টেও স্প্রেড বেড়ে যাওয়া এবং লেভারেজ কমিয়ে দেয়ার কারনে বড় ধরনের লস হয়ে যেতে পারে। সুতরাং সবচেয়ে ভাল আজ এবং আগামীকাল ট্রেড না করা।

হটফরেক্স

হটফরেক্স পরিচিতি

হটফরেক্স একটি আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত অনলাইন ফরেক্স ও কমোডিটিস ট্রেডিং ব্রোকার | এটি সাধারন ট্রেডার, ফান্ড ম্যানেজার থেকে শুরু করে কর্পোরেট ক্লায়েন্টদের কে ফরেক্স ও কমোডিটিস ট্রেডিং এর জন্য বিভিন্ন রকম অ্যাকাউন্ট, ট্রেডিং সফটওয়ার এবং টুলস ব্যবহার এর সুবিধা দিয়ে থাকে | এই সকল স্বয়ংক্রিয় ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে হটফরেক্সের রিটেইল, ইন্ট্রোডিউসিং ব্রোকার(আই.বি.) এবং হোয়াইট লেবেল ক্লায়েন্টরা আন্তঃব্যাঙ্ক স্প্রেড এবং তারল্যের সুবিধা পাচ্ছেন।

হটফরেক্স এর প্রগতিশীল এবং বৈচিত্রপূর্ণ ম্যানেজম্যান্ট টিম বিভিন্ন ট্রেডিং প্লাটফর্মে এবং মার্কেটে বহু বছরের ট্রেডিং অভিজ্ঞতায় সমৃদ্ধ | তাঁদের নিজস্ব ও ব্যাবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা উপলদ্ধি করেন যে, গতানুগতিক ওয়েব ভিত্তিক ফরেক্স ব্রোকাররা তাদের ট্রেডিং এ বিলম্ব, ম্যানেজম্যান্ট প্রবলেম এবং সার্বিকভাবে অদক্ষ কাস্টমার সাপোর্ট এর কারণে প্রবলভাবে চাপের মুখে পড়ছে | এই সমস্যাগুলো অতিক্রম করতে হটফরেক্স তাদের উচ্চ প্রযুক্তিনির্ভর প্রোডাক্টস এবং উন্নতমানের কাস্টমার সার্ভিস দিচ্ছে |

হটফরেক্স তাঁর অতুলনীয় ট্রেডিং সুবিধাগুলোর মাধ্যমে ক্লায়েন্টদের পছন্দের ব্রোকার হিসেবে জ়ায়গা করে নিয়েছে এবং স্কাল্পার ও এক্সপার্ট এডভাইসর ব্যবহারকারী ট্রেডারদেরকে বাধাহীনভাবে ট্রেড করতে দিচ্ছে।

হটফরেক্স ৩ রকম একাউন্ট আছে

মাইক্রো অ্যাকাউন্ট

ট্রেডিং প্লাটফর্ম          : MetaTrader 4, Webtrader and Mobile Trading
স্প্রেড                       : ১ পিপ থেকে
ট্রেডিং ইন্সট্রুমেন্টস    : ফরেক্স, ইনডেক্স, কমোডিটি এবং শেয়ার
পঞ্চম দশমিকঃ          : হ্যাঁ
সর্বোচ্চ লেভারেজ      : 1:1000*
এক্সেকিউশন             : মার্কেট এক্সেকিউশন
ন্যুনতম ডিপোজিট     : $5
ন্যুনতম ট্রেড সাইজ   : 0.01 lot
সর্বনিন্ম ট্রেডিং সাইজ : 0.01
সর্বোচ্চ লট সাইজ       : 5 স্ট্যান্ডার্ড লট
Maximum orders : 150
মার্জিন কল/ষ্টপ আউট: 40% / 10% **
টেলিফোন ট্রেডিং        : হ্যাঁ
অ্যাকাউন্ট কারেন্সি : USD, EUR
কমিশন                   : নেই

Open a Micro Account

 

 প্রিমিয়াম অ্যাকাউন্টঃ

 

Open a HotForex Premium Account

FBS Super Trader Real Account Contest

Open a trading account, register in the contest until 28 September, and trade as many lots as you can!

Open a Super Trader account

Contest period — from 28.09.2015 (12:00:00 GMT+03:00) to 02.10.2015 (14:00:00 GMT+03:00)


fbs super treder

Promotion rules

In order to participate in the contest trading account must be registered.
Registration for the contest is opened during the whole contest period.
The number of trading accounts involved in the contest, is not limited.
Minimal initial balance for participation in the contest is $100. Accounts with a balance less than the minimal amount at the moment of the contest start (or joining the contest) do not refer to any contest group, and thus, counting of traded lots on such contest accounts is not made until the moment of balance increase at least to $100.
Maximal initial balance for participation in the contest is $5000. Accounts with a balance more than maximal amount at the moment of the contest start (or joining the contest) do not let to participate in the contest.
All participants of the contest are automatically divided in 2 groups:
1st group: Participants with deposit from 100 USD to 1000 USD.
2nd group: Participants with deposit from 1001 USD to 5000 USD.
Trading on contest account is allowed before and after the contest period, but it will be considered only lots, traded during the contest.
6 participants (3 from each group) with the biggest total order volume traded will get special prizes from FBS company: Sony Xperia Z2 Tablet SGP521 , Sony Xperia C5 Ultra Dual , SmartWear Sony SmartWatch 3 for the 1st, 2nd, 3rd places, respectively.
30 participants (15 from each group) with the biggest total volume of closed orders will be announced as winners of the contest and will receive money prizes in the amount of: Σ lots * 10 (USD)(the amount of traded lots multiplied by 10)
Prize funds can be withdrawn.
Contest period – 1 trading week.
IB commission for trading on contest trading account is paid without limitation according to the conditions of FBS Partnership program.
Upon detection of fraud from the participant of the contest, his/her trading account will be disqualified.

XCFD ব্রোকার দিচ্ছে ফ্রী ৩০ ডলার সাইনআপ বোনাস

XCFD ব্রোকার দিচ্ছে কিছু কঠিন সর্ত সাপেক্ষে ৩০$ সাইন আপ বোনাস। এই বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। প্রফিট করলে উঠাতে পারবেন। আগে শর্তগুলো পড়ুন , ভাল লাগলে একাউন্ট খুলুুন।

শর্তাবলী:

  1. একজন ব্যক্তি মাত্র একটি একাউন্ট খুলতে পারবেন।
  2. কোন প্রকার দুর্নীতি করতে পারবেন না। দুই নামে দুইটি একাউন্ট খুলে হেজ করে প্রফিট করতে পারবেন না্।
  3. একাউন্ট খোলার সাথে সাথে আপনাকে বোনাস দেয়া হবে তবে আপনি ইচ্ছে করলে সেই বোনাস  ডেমোতেও নিতে পারবেন আবার রিয়েলেও নিতে পারবেন। কেবল রিয়েলের প্রফিটই উঠানো সম্ভব।
  4. বোনাস উইথড্র করা যাবেনা, শুধু প্রফিট উইথড্র করা যাবে।
  5. প্রফিট উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই কমপক্ষে ১ টা  রিয়াল ডিপোজিট করতে হবে এবং তা কমপক্ষে ১০০ ডলার।
  6. যদি আপনি ৩০ দিনের মধ্যে আপনার একাউন্টে কমপক্ষে ১০০ ডলার ডিপোজিট না করেন তাহলে বোনাস ক্যানসেল হয়ে যাবে। আর ১০০ বা তার বেশি ডিপোজিট করলে বোনাস লাইফ টাইম থাকবে।
  7. আপনি যদি ৩০ দিনের মধ্যে কোন ডিপোজিট না করেন তাহলে  বোনাস এবং প্রফিট ২ টাই কেটে নেয়া হবে। তবে আপনি যদি কখনো কমপক্ষে ১০০ ডলার ডিপোজিট করেন তাহলে ডিপোজিটের ৩ দিন পর শুধু  প্রফিট টা ফেরত পাবেন বোনাস টা পাবেন না। যেমন: আপনি ৩০ ডলার বোনাস কে ১০০ করলেন। কিন্তু ৩০ দিনের মধ্যে কোন ডিপোজিট করলেন না। তাহলে একাউন্ট জিরো হয়ে যাবে। ধরে ২ মাস পরে ১০০ ডিপোজিট করলেন তাহলে তিন দিন পর ১০০ এর সাথে সেই প্রফিট ৭০ যোগ হয়ে যাবে, টোটাল ১৭০ হবে।
  8. ২০০ বা তার বেশি ডিপোজিট করলে আপনি আরো ৫০% ডিপোজিট বোনাস পাবেন যা আগের ৩০ ডলার এর সাথে যোগ হয়ে যাবে। যেমন আপনি ২০০ ডিপোজিট করলেন তাহলে আপনার টোটাল ব্যালেন্স হবে ২০০+১০০+৩০=৩৩০। আর যদি আপনি ৩০ ডলার কে প্রফিট করে ৫০ বানান তাহলে টোটাল হবে ২০০+১০০+৫০=৩৫০ ডলার।
  9. আপনার প্রথম ডিপোজিটের ১৪ দিনের মধ্যে আপনি কোন প্রকার উইথড্র করতে পারবেন না। আর যদি ক্রেডিট কার্ড দিয়ে ডিপোজিট করেন তো ১ মাসের আগে কোন উইথড্র করতে পারবেন না। পরবর্তী ডিপোজিট এবং উইথড্র এর ক্ষেত্রে যখন তখন উইথড্র করতে পারবেন।

এই হল শর্ত। এখন আপনি যদি এই শর্তে রাজি হন তাহলে আপনি নিচের লিংক থেকে একাউন্ট করুন।

Open an account and get 30$ free

 

 

কিভাবে Exness  এ  একাউন্ট খুলবো?

রমাদান ২০১৫ উপলক্ষে Exness দিচ্ছে ৭৫% ডিপোজিট বোনাস

প্রতি বছরের মতো এবারও এক্সনেস পবিত্র রমাদান ২০১৫ উপলক্ষে ৭৫% ডিপোজিট বোনাস অফার করেছে। আগামী ১৬ জুলাই ২০১৫ এর মধ্যে একটি নতুন মিনি একাউন্ট করলে আপনি এই সুবিধা পাবেন।

শর্তসমুহ:

  1. একাউন্ট টাইপ হবে Mini
  2. একাউন্ট ওপেন করতে হবে 14.06.2015 — 16.07.2015 তারিখের মধ্যে.
  3. শুধুমাত্র EXNESS LIMITED এর ক্লাইন্টরা এই সুবিধা পাবে।
  4. বোনাস এক সাথে আসবেনা, লট পুরন হতে থাকবে, বোনাস আসতে থাকবে।
  5. এই একাউন্ট যতবার ডিপোজিট ততবার বোনাস পাওয়া যাবে .. আজিবন।
  6. যাদের আগে থেকে এক্সনেসে একাউন্ট আছে তারাও এই সুযোগ নিতে পারবেন। তারা এক্সনেস সাইটে লগিন করে নিচের লিংক থেকে একাউন্ট করে নিন। নতুন ইমেইল বা ভেরিফা্ই লাগবেনা।

একাউন্ট করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন..

Open a Exness 75% Bonus account

 

কিভাবে Exness এ নতুন একাউন্ট খুলবো?

মুভিং এভারেজ

মুভিং এভারেজ কি?

মুভিং এভারেজ হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য  সবচেয়ে গুরুত্বপুর্ন ইন্ডিকেটর । একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের এভারেজ প্রাইজ ভ্যালু কেমন ছিল তা বোঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করা হয়। মুভিং এভারেজ সম্পর্কে ভাল ধারনা আছে এমন যেকোনো ট্রেডার মুভিং এভারেজ এর সাহায্যে খুব সহজেই মার্কেটের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে ধারনা করতে পারে। মুভিং এভারেজ ইনডিকেটর টি মেটাট্রেডার ইন্ডিকেটর লিস্টে ডিফল্ট হিসেবে দেয়া আছে।

মুভিং এভারেজ কীভাবে কাজ করে?

মুভিং এভারেজকে বলা হয় ফরেক্স টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ। ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ইন্ডিকেটর দিয়ে হাই, লো, মিডেল, ক্লোজ, ওপেন, টিপিকাল ইত্যাদির গড় বাহির করা হয়। কোনটি আপনার সবচেয়ে ভাল লাগে সেটি আপনি চাইলে নিজে নিজে যাচাই করে নিতে পারেন এবং আপনার মত করে মার্কেট প্রাইস ফোরকাস্ট করতে পারবেন। মুভিং এভারেজ সাধারনভাবে সম্ভব্য সাপোর্ট এবং রেসিসটেনস এর এরিয়া এবং গতি পরিমাপক একটি টুল হিসেবে ব্যবহারিত হয় ।

মুভিং এভারেজ ইনডিকেটর এর মধ্যে পিরিয়ড, শিফট, স্টাইল, লেভেলস এবং ভিজুলাইজেশন আছে। পিরিয়ড মানে হচ্ছে আপনি কতগুলো ক্যান্ডেলস্টিক এর গড় নির্ণয় করবেন। শিফট দিয়ে বর্তমান চার্ট টি আগে নাকি পরে দেখবেন টা বুঝানো হয়। স্টাইল দ্বারা আপনার পছন্দমত মুভিং এভারেজ তৈরি করবেন। লেভেলস দিয়ে বর্তমান মুভিং এভারেজ এর সমান্তরাল লাইন তৈরি করা। ভিজুলাইজেশন দিয়ে আপনি কোন কোন চার্টতে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন।

মুভিং এভারেজ এর ধরনঃ

ফরেক্স মার্কেটে মোটামুটি ৪ ধরণের মুভিং এভারেজ ট্রেডাররা বেশি ব্যাবহার করে থাকেঃ
১. সিম্পল মুভিং এভারেজ(SMA)
২. এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA)
৩. স্মুথড মুভিং এভারেজ (SMMA)
৪. লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ (LWMA)

 

১. সিম্পল মুভিং এভারেজ(SMA) কি?

বাই বা সেল করার সংকেত লাভের জন্য এটি একটি জনপ্রিয় মাধ্যম। এই ইন্ডিকেটরটি দিয়ে পিরিয়ড এবং প্রাইস এর ভিত্তিতে একটি গাণিতিক হিসাব এর মাধ্যমে আপনি ট্রেন্ড ডিরেকশন বুঝতে পারবেন। আপনি কত সময়ের মুভিং এভারেজ পছন্দ করেন তার উপরে নিরভর করবে আপনি দীর্ঘ মেয়াদী নাকি স্বল্প মেয়াদী ট্রেড করতে আগ্রহী হবেন। ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ সবচেয়ে বেশি ব্যবহার করেন। সেগুলো হলঃ
• ১০ দিনের মুভিং এভারেজ (সর্ট টার্ম )
• ৫০ দিনের মুভিং এভারেজ (ইন্টারমিডিয়েড টার্ম)
• ২০০ দিনের মুভিং এভারেজ (লং টার্ম)mabdfx

কিভাবে সিম্পল মুভিং এভারেজ বের করব?

গাণিতিক সুত্রঃ
SMA = নির্দিষ্ট পিরিয়ডে ক্লোজিং প্রাইসের যোগফল / পিরিয়ড সংখ্যা

উদহারনঃ
ধরুন শেষ ৫ দিনের মার্কেট ক্লোজিং প্রাইস দেওয়া আছে। এগুলো হলঃ
১ম দিন= ২.৩১৬৬,
২য় দিন= ২.৩৩৪১,
৩য় দিন= ২.৩৩৯৮,
৪র্থ দিন= ২.৩৩৬৪,
এখন এদের যোগফলকে ৪ দিয়ে ভাগ করুনঃ
১.২১৬৬ + ১.২৩৪১ + ১.২৩৯৮+ ১.২৩৬৪,+ ১.২৩০৫ / ৫ = ১.২৩১৪

সিম্পল মুভিং এভারেজ এর ট্রেড সিগন্যালঃ
আপনি বাই করবেন যদি দেখন মুভিং এভারেজ প্রাইস বর্তমান মার্কেট প্রাইস এর উপরে আছে। এবং প্রাইস যদি বর্তমান মার্কেট প্রাইস এর নিচে হয় তাহলে সেল করবেন।

২. এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA) কি?

এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ হচ্ছে সিম্পল মুভিং এভারেজ এর মতই কিন্তু দুটোর মধ্যে ছোট একটু পার্থক্য আছে। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজও মার্কেট ডিরেকশন দেয় তবে পার্থক্য এটাই যে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে তুলনামুলক পূর্ব পিরিয়ড প্রাইস থেকে বর্তমান পিরিয়ড প্রাইস কে অধিক গুরুত্ব দেয়া হয়।

emabdfx

সিম্পল মুভিং এভারেজ এ মার্কেটের সব ডাটার বা অথবা আপনি যতগুলো সিলেক্ট করে দিবেন তার সবগুলোর গড় দেখাবে। কিন্তু মাঝে মাঝে মার্কেটের ব্যপক পরিবরতন হলেও সিম্পল মুভিং এভারেজ এর তেমন কোন পরিবরতন হয় না। আর এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজেও সব ডাটার গড় বের করা হয় কিন্তু এটি বর্তমান মার্কেটের প্রাইস আপ ডাউনকে বেশি গুরুত্ব দেয়।

উদাহরনঃ

মনে করুন, আপনি ৫ দিনের সিম্পল মুভিং এভারেজ বের করবেন,
প্রথম দিন ক্লোজিং প্রাইস – ২.৩১৬৬,
দ্বিতীয় দিন ক্লোজিং প্রাইস – ২.৩৩৪১,
তৃতীয় দিন ক্লোজিং প্রাইস – ২.৩৩৯৮,
চতুর্থ দিন ক্লোজিং প্রাইস – ২.৩৩৬৪,
পঞ্চম দিন ক্লোজিং প্রাইস – ২.৩৩০৫

একটু খেয়াল করলেই দেখবেন এখানে ১ম দিনের ক্লোজিং প্রাইস এর সাথে ২য় দিনের ক্লোজিং প্রাইস এর একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে যা পরবর্তী ৩দিনের এভারেজ ক্লোজিং প্রাইস থেকে সম্পূর্ণ ভিন্ন। এমন হঠাৎ করে প্রাইসের পরিবর্তনটুকু স্বাভাবিক নয়। সম্ভবত ২য় দিন ভালো কোন ইকোনমিক নিউজ এসেছে যার কারনে প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছে। সিম্পল মুভিং এভারেজে নির্দিষ্ট কোন দিন এর এমন দামের বৃদ্ধি বা হ্রাস পাওয়াকে তেমন কোন গুরুত্ব দেওয়া হয় নি। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের সাথে সিম্পল মুভিং এভারেজ এর পার্থক্যটা এখানেই। এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে প্রথম দুদিনের প্রাইস থেকে শেষ ৩দিনের প্রাইসকে অধিক গুরুত্ব দিয়ে মুভিং এভারেজ বের করা হয়।

৩. লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ (LWMA)

লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ ব্যবহারের একটা বড় সুবিধা হচ্ছে এটি সিম্পল মুভিং এভারেজ তুলনায় অনেক দ্রুত মার্কেটের ভবিষ্যৎ মুভমেন্ট প্রকাশ করে থাকে। কারন আমরা জানি যে অতীতের মার্কেটের ডাটা থেকে আমরা ভবিষ্যৎ মার্কেটের ধারনা করে থাকি। লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ ইনডিকেটরটি অতীত থেকে বর্তমান মার্কেটের প্রাধান্য বেশি দিয়ে থাকে। এটি কোন কোন ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ থেকেও অনেক দ্রুত ওঠা নামা করে। নিচের ছবিতে আমরা তিনটি মুভিং এভারেজ একই একটি ছবিতে দেখবো।

lnmabdfx

ছবিতে দেখুন হলুদ রংটি লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ, সবুজ রংটি সিম্পল মুভিং এভারেজ এবং নিল রংটি টি হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ. এখানে খেয়াল করলে দেখবেন লিনিয়ার ওয়েটেড মুভিং এভারেজ বর্তমান মার্কেটকে বেশি প্রাধান্য দিয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। অনেক সময় মার্কেটে ফেইক আউট হয় বলে এই মুভিং এভারেজ টি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ও সিম্পল মুভিং এভারেজ এর মত খুব বেশি ব্যবহার হয় না।

৪. স্মুথড মুভিং এভারেজ (SMMA)

এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ও সিম্পল মুভিং এভারেজ এর সমন্বয়ে প্রস্তুত এক বিশেষ ধরনের এভারেজ হচ্ছে এই স্মুথড মুভিং এভারেজ । আপনি লং পিরিয়ডে ট্রেড করার সময় দেখবেন স্মুথড মুভিং এভারেজ কিছুটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এর মতই কাজ করে।

smabdfx

উপরের ছবিতে লক্ষ করুন- নীল রঙের লাইন দ্বারা সিম্পল মুভিং এভারেজ এবং লাল লাইনটি দ্বারা স্মুথড মুভিং এভারেজ বোঝানো হয়েছে। আশাকরি ছবিটি দেখেই আপনি স্মুথড মুভিং এভারেজ বুঝে গেছেন, আর কোন ব্যক্ষা দেয়ার প্রয়োজন নেই।
উপরোক্ত আলোচনা থেকে মুভিং এভারেজ সম্পর্কে আপনাদের ধারনা পরিস্কার হয়েছে বলে আশা রাখি। তারপরও কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন।

Bollinger Band

Tradable Bonus দেয় এমন কিছু ব্রোকারের তালিকা

 1. IronFX

Ironfx বর্তমানে 100% Tradable Deposit Bonus দিচ্ছে। মিনিমাম ডিপোজিট ৫০০ ডলার। এই বোনাস টা প্রফিট শেয়ারিং বোনাস অর্থাত আপনি লাভ লস যাই করেন ব্রোকার ৫০/৫০ শেয়ার করবে।

উদাহরন: মনে করুন আপনি ৫০০ ডলার ডিপোজিট করলেন। এখন আপনি আরো ৫০০ বোনাস পাবেন। মোট ১০০০ ডলার নিয়ে ট্রেড করে আপনি ২০০০ বানিয়ে ফেললেন। এখন টোটাল ব্যালেন্সের ৫০% বা ১০০০ ডলার আপনার এবং ১০০০ ব্রোকারের। তবে ব্রোকার যে পরিমান লস শেয়ার করবে তার বেশি প্রফিট নিতে পারবে না। ৫০০ ডলার ডিপোজিটে ৫০০ ডলার এর বেশি প্রফিটের ভাগ ব্রোকার কখনো নিতে পারবেনা। তার মানে আপনি যদি ১০০০ ডলার কে প্রফিট করে ৩০০০ বানান তাহলে ২০০০ আপনার ১০০০ ব্রোকারের।

Ironfx এ একাউন্ট করতে নিচের লিংকে যান

Open an Ironfx trading account

 

2. XM (Trading Point)

XM দিচ্ছে ৩০% ট্রেডাবল ডিপোজিট বোনাস। যেকোন পরিমান withdraw করলে বোনাস cancel হয়ে যাবে। XM এ একাউন্ট করতে নিচের লিংকে যান

Open an XM trading accout

3. Instaforex

Instaforex দিচ্ছে ৩০% ডিপোজিট বোনাস। যতবার ডিপোজিট ততবার বোনাস পাবেন। প্রফিট withdraw করলে বোনাস কেটে নেয় না।

Intaforex এর আরেকটা বোনাস আছে ৫৫% ডিপোজিট বোনাস। এই বোনাসের বড় সমস্যা হচ্ছে আপনার Free margin জিরো হয়ে গেলেই ট্রেড stop out বা অটো ক্লজ হয়ে যাবে। leverage সর্বোচ্চ ১:২০০। সুবিধা প্রফিট withdraw করলে বোনাস কেটে নেয় না।

Intaforex এ একাউন্ট করতে নিচের লিংকে যান

Open an InstaForex Trading account

 

কোন কিছু জানার থাকলে বা বুঝতে সসম্যা হলে আমাদের ফেসবুক ইনবক্স এ বা Skype: BDForexSchool এ জি্জ্ঞেস করতে দিধা করবেন না।

Robo Forex ECN

Professional Trader দের কাছে দিন দিন ECN একাউন্ট জনপ্রিয় হচ্ছে। সেই সুযোগে বিভিন্ন নতুন নতুন ব্রোকার ECN এর নাম করে ট্রেডারদের সাথে নানা রকম প্রতারনা করছে। যাই হোক বিভিন্ন ECN ব্রোকারে ট্রেড করে যারা অসন্তুষ্ট তারা রোবোফরেক্সে ECN try করে দেখতে পারেন।

সুবিধা:

  • যেকোন এমাউন্ট ডিপোজিট করা যায়
  • Spread from 0 pips
  • No requotes
  • No Dealing Desk (NDD)
  • Any kinds of EA/Robot Allowed
  • Any kinds of scalping allowed
  • ইনস্টান্ট ডিপোজিট এবং মার্কেট খোলা থাকলে ইনস্ট্যান্ট উইথড্র
  • leverage 1:200
  • পেমেন্ট মেথডঃ Neteller , মানিবুকার্স, লিক-পে, ক্রেডিট/ডেবিট কার্ড, পারফেক্ট মানি, ক্যাশ ইউ

Open a Roboforex ECN account

Main site

USGFX দিচ্ছে 50% Credit Deposit Bonus

.

USGFX দিচ্ছে 50% credit Bonus। বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা এবং বোনাস লসও করা যাবেনা. তবে লট পুরন করলে বোনাস উইথড্র করা যাবে।

Minimum Deposit:   100$ (Mini account)

Spread                    :    from 2.8 pips on major currency pairs

 

Deposit Method:

Neteller                (Deposit fee 3.2% + USD 0.2   withdrawal fee 0)

Skrill                     (Deposit fee 3.9%+€0.3         withdrawal fee 1%)

Perfect Money    (Deposit fee 1.99%             withdrawal fee 1.99% )

OK Pay                 (Deposit fee 0.5%            withdrawal fee 0.5% )

WebMoney         ( Deposit fee 0.80%           withdrawal fee 0.80%)

 

একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন..

Open a USG Live Account

USGFX অস্ট্রেলিয়ান ব্রোকার।

regulated by  ASIC (Australian Securities and Investment Commission).

New Zealand Financial Service Providers (FSP)

কিভাবে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন?

.

নতুন নেটেলার একাউন্ট খোলার পরে আপনার একাউন্ট টি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার কোন অপশনও আপনি নতুন একাউন্ট এ পাবেন না।  ভেরিফাই এর অপশন পেতে হলে আপনার একাউন্টে কিছু ডলার ডিপোজিট করতে হবে।  তারমানে আপনার অ্যাকাউন্টে $৫ বা তার বেশি থাকলেই আপনি আপনার নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার অপশন পাবেন। তাই আপনি কারো কাছ থেকে $৫, $১০, $২০ যেকোনো অ্যামাউন্ট কিনে আপনার নেটেলার অ্যাকাউন্টে নিতে পারেন। তাহলেই আপনি লগিন করলে নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার অপশন পাবেন। যদি কোন কারণে আপনার অ্যাকাউন্টটি তারা ভেরিফাই না করে (সঠিক ডকুমেন্ট দিলে ভেরিফাই হয়), তবে আপনি আপনার একাউন্ট এর ডলার কারো কাছে বিক্রি করে দিতে পারবেন।

GSZn74J

অনেকেই আনভেরিফাইড একাউন্টে ডলার দিতে চায় না। এরকম সমস্যায় যদি ডলার না পান এবং আপনি যদি ফরেক্স ট্রেডার হন তাহলে আপনার জন্য আরেকটা সহজ সমাধান আছে। যে ব্রোকারে ইন্টারনাল ট্রান্সফার আছে সেরকম একটা ব্রোকারের কিছু ব্যালেন্স কিনে নিন এবং আপনার নতুন নেটেলার একাউন্টে উইথড্র দিন। ব্যাস, ভেরিফাই অপশন চলে আসবে।

 

ভেরিফাই করতে কি লাগবে?

ন্যাশনাল আইডি কার্ড এ expiry date না থাকায় অনেক সময় এটা গ্রহন করেনা। তাই যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে ট্রাই করবেন তার পাসপোর্ট না থাকলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ট্রাই করবেন।  পাসপোর্ট এর পাশাপাশি যে দুই পৃষ্ঠায় গুরুত্বপুর্ন ইনফরমেশন থাকে সেই দুই পৃষ্ঠার হাই রেজুলেশন ইমেজ বা স্ক্যান কপি আপলোড দিতে হয়। ন্যাশনাল আইডি কার্ডের এপিঠ ওপিঠের হাই রেজুলেশন ইমেজ বা স্ক্যান কপি আপলোড দিতে হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স দিয়েও নেটেলার ভেরিফাই করা যায়।

 

আয়রন এফ এক্স

অনলাইন ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে IronFX হল বিশ্বে পুরস্কার-প্রাপ্ত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বাংলাদেশে আয়রন এফএক্স খুব দ্রুত মানুষের মন জয় করে নিয়েছে। আয়রনএফএক্স কে বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য ফরেক্স ব্রোকার হিসেবে গন্য করা হয়।  IronFX Global ফরেক্স , মূল্যবান ধাতু এবং যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্যের স্টক ও পণ্যের CFD ভিত্তিক 15টি প্ল্যাটফর্মে 200টির বেশি ফোরেক্স, স্পট মেটাল, স্টক এবং ফিউচারস ইনস্ট্রুমেন্টে ট্রেড করার ক্ষমতাসহ, IronFX পরিসেবা দেয় ইউরোপ, এশিয়া, মধ্য প্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার 180টিরও বেশি দেশের খুচরা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের।  বিশ্বব্যাপী 60-টির বেশি অফিস ও 1,600 এর বেশি কর্মচারীর 45 বিভিন্ন ভাষায় প্রদত্ত সহায়তায় IronFX-এর গ্রাহকরা সারাক্ষণ সুবিধা পেয়ে থাকে। এই দল বিশ্বের সর্ব-বৃহৎ ও সবচেয়ে মার্জিত গ্রাহক সেবা দলগুলোর একটি। আকর্ষণীয় মূল্য, বাস্তবায়ন ও তারল্যের দিকে লক্ষ্য রেখে গ্রাহক-কেন্দ্রিক মডেলে IronFX, এর প্লাটফর্মের মাধ্যমে ফরমায়েসকৃত ব্যবসা কার্যক্রমের সঙ্গে ব্যাপক ভিত্তিক পণ্যের সমাবেশ ঘটিয়ে থাকে। অবহিতিমূলক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে দৈনন্দিন বাজারের খবর ও চিন্তাপ্রসূত গবেষণা গ্রাহককে সেরা তথ্য ও ডাটা প্রাপ্তির সুযোগ করে দেয়। বৈশ্বিক অনলাইন ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে IronFX Global-এর নেতৃত্বের প্রমাণ রেখে IronFX Global বিশ্বে সবচেয়ে সফল পেশাদার ফুটবল ক্লাবগুলোর একটি FC Barcelona-এর সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারিত্ব চুক্তি ঘোষণা করেছে।

IronFX Global আন্তর্জাতিক নিয়ন্ত্রক মান মেনে চলে, এবং তারা FCA, ASIC, DFSA, FSB, FSP, CRFIN, UCRFIN ও CySEC অনুমোদিত ও নিয়ন্ত্রিত। এই কোম্পানি Eurex Exchange-এর সদস্য এবং প্রতিষ্ঠানটি EU নিয়ন্ত্রিত ও MiFID অনুযায়ী পরিচালিতও বটে।

  • IronFX Global ইউকে লিমিটেড ফিনান্সিয়েল কন্ডাক্ট অথরিটি (FCA নম্বর 585561) দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়।
  • IronFX Global (অস্ট্রেলিয়া) Pty লিমিটেড ASIC (AFSL নম্বর 417482) দ্বারা অনুমোদিত ও নিয়ন্ত্রিত হয়IronFX Global MENA Limited দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত (DFSA no. F002432)
  • IronFX গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) (Pty) Ltd ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (FSP No 45276) দ্বারা অনুমোদিত হয়েছে
  • IronFX Global NZ লিমিটেড FSP (FSP নম্বর 298966) দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়
  • IronFX Global (রাশিয়া) এলএলসি হল CRFIN এর একজন সদস্য (সদস্য নম্বর A-8)
  • IronFX গ্লোবাল (ইউক্রেন) এলএলসি এখন UCRFIN এর একজন সদস্য (সদস্যপদ নম্বর 5)
  • IronFX Global লিমিটেড CySEC (লাইসেন্স নম্বর 125/10) দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়
  • IronFX গ্লোবাল লিমিটেড Eurex Exchange-এর একটি সদস্য

 

একাউন্ট ও ডিপোজিট সংক্রান্ত:

  • Minimum Deposit 50$
  • 40% Deposit Bonus 500$ বা তার বেশি ডিপোজিট এর জন্য। বোনাস দিয়ে ট্রেড করা যাবে, লস করা যাবে।

Open an IronFX Live account

Main Site

PaxForex দিচ্ছে 100% tradable Deposit Bonus

.

PaxForex এবার নববর্ষ উপলক্ষে নিয়ে এলো দারুন অফার। ৫০০ ডলার বা তার উপরে যেকোন ডিপোজিটের জন্য ১০০% এবং ৫০০ এর নিচে যেকোন ডিপোজিটের জন্য ২৫% ডিপোজিট বোনাস। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বোনাস দিয়ে ট্রেড করা যাবে এবং লস করা যাবে।

pax

PaxForex এ Deposit করা যাবে Neteller, Skrill, Okpay, Webmoney, Perfect Money and Master Card দিয়ে।

Open a Pax Forex Real Account

 

Main site

এই অফার ১৮ জানুয়ারী ২০১৫ পর্যন্ত প্রযোজ্য।

কোন প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন বা Skype: BDForexSchool এ যোগাযোগ করতে পারেন।

জেনে নিন বড়দিন ও নববর্ষের ফরেক্স মার্কেট বন্ধের সময় সুচি

.

ছুটির দিনে ট্রেডিং ঘন্টাসমূহ: (২৪/২০১৪- ০২/২০১৫)
==================================
ক্রিসমাস এবং নতুন বছর ২০১৫ -এর জন্য আগামী সপ্তাহ থেকে ফরেক্স মাকেটে ছুটি শুরু হতে যাচ্ছে এবং তা চলবে ০২-জানুয়ারী-২০১৫ পর্যন্ত । নিচে ট্রেডিং -এর সময়সূচী দেওয়া হল ।
২৪ ডিসেম্বর, ২০১৩ – মঙ্গলবার, নির্ধারিত সময়েই মার্কেট ওপেন হবে। কিন্তু মার্কেট ক্লোজ হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়
২৫ ডিসেম্বর, ২০১৩ – বুধবার, ক্রিসমাস উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে
২৬ ডিসেম্বর, ২০১৩ – বৃহস্পতিবার, মার্কেট বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওপেন হবে
২৭ ডিসেম্বর, ২০১৩ – শুক্রবার, মার্কেট ওপেন থাকবে সাধারন দিনের মত
২৮ ডিসেম্বর, ২০১৩ – শনিবার, তাই মার্কেট বন্ধ থাকবে
২৯ ডিসেম্বর, ২০১৩ – রবিবার, তাই মার্কেট বন্ধ থাকবে
৩০ ডিসেম্বর, ২০১৩ – সোমবার, মার্কেট ওপেন থাকবে সাধারন দিনের মত
৩১ ডিসেম্বর, ২০১৩ – মঙ্গলবার নির্ধারিত সময়েই মার্কেট ওপেন হবে। কিন্তু মার্কেট ক্লোজ হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়
১ জানুয়ারি, ২০১৪ – বুধবার, নতুন বছরের ১ম দিন উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে
২ জানুয়ারি, ২০১৪ – বৃহস্পতিবার, মার্কেট বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওপেন হবে, এবং এরপর থেকে আবার স্বাভাবিক ভাবেই চলতে থাকবে
বি:দ্র: ব্রোকার ভেদে সময়গুলো আংশিক পরিবর্তন হয়ে থাকবে ।

.

FBS দিচ্ছে 100% ক্রেডিট বোনাস

.
শুরু হলো FBS এর নতুন প্রমোশন ”১০০% বোনাস ”।  এই বোনাস  দিয়ে ট্রেড করা যাবেনা । তবে লট পুরন করলে উইথড্র করতে পারবেন।  

মনে করুন আপনার ডিপোজিট ৯০০$

তাহলে বোনাস পাবেন= ৯০০$

৯০০/৩= ৩০০ লট এর ট্রেড করলে আপনি বোনাস উইথড্র করতে পারবেন।

বিস্তারিত জানতে প্রমোশন পেজে যান। 

যারা এখনও FBS এ একাউন্ট করেন নি তারা একাউন্ট করে ভেরিফাই করে নিন।

Open an FBS live account

FBS  Main Site

Master Forex দিচ্ছে 200% Knockdown ডিপোজিট বোনাস

১৭ ফেব্রুয়ারী থেকে ৮ মার্চ পর্যন্ত  Master Forex সকল নতুন ট্রেডারদের ১০০% ডিপোজিট বোনাস দিচ্ছে.

শর্তাবলী:

  • এই promotion চলবে 19 September, 2014 থেকে পরবন্তী ঘোষনা না দেয়া পর্যন্ত।
  • promotion চলাকালীন সময়ে যারা নতুন একাউন্ট অপেন করেছেন শুদু তারাই এই বোনাস পাবেন.
  • একজন ট্রেডার শুধুমাত্র একটি একাউন্টে শুধুমাত্র একবার এই বোনাস নিতে পারবেন.
  • কমপক্ষে ১০০ ডলার ডিপোজিট করতে হবে.
  • বোনাস withdraw করার জন্য বোনাসের ১/৫ লট পুরন করতে হবে. অর্থাত আপনি যদি ১০০ ডলার বোনাস পান তাহলে আপনি যদি ২০ লট ট্রেড কমপ্লিট করতে পারেন তাহলে আপনি বোনাস withdraw করতে পারবেন.
  • বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা বা বোনাস লস করা যাবেনা.
  • শুধুমাত্র  Standard এবং Micro একাউন্টে এই বোনাস পাওয়া যাবে.
  • একাউন্ট করার জন্য এই লিংক এ ক্লিক করুন